Shojirul123 Subscriber 2 years ago |
চোখ উঠলে করনীয় ঃ
সাম্প্রতিক সময়ে এদেশে 'চোখ উঠা' রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সাধারনত ভাইরাসজনিত কারনে এ রোগ হয়। ভাইরাসজনিত চোখ ওঠার তেমন কোনো চিকিৎসা নেই। সাধারণত বেশ কয়েক দিন পর এমনিতেই সেরে যায়। আবার আমার জানা মতে এমন কোন প্রতিরোধমূলক ব্যবস্থাও নেই, যা চোখ উঠা নিশ্চিতভাবে প্রতিরোধ করতে সক্ষম। এ সময়ে করনীয় হচ্ছে-
- চোখ উঠা ব্যক্তির চোখের দিকে তাকালে সুস্থ ব্যক্তিরও চোখ উঠবে, এ কুসংস্কার থেকে দূরে থাকা।
- চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করা। অপরিষ্কার রুমাল ব্যবহার করা যাবে না
- ধুলাবালু বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালো চশমা ব্যবহার করা।
- হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকা।
- ৫ দিনের মধ্যে আপনা আপনি না সারলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো মক্সিফ্লোক্সাসিন ড্রপ এবং এসাইক্লোভির ওয়েন্টমেন্ট দেয়া যেতে পারে। টোবরামাইসিন ওয়েন্টমেন্টও ব্যবহার করা যেতে পারে।
- চোখ উঠার ৫-৭ দিন পর দৃষ্টিতে সমস্যা বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এতে বিভিন্ন টেস্ট করার প্রয়োজন হতে পারে। কারন, অল্প কিছু ক্ষেত্রে এ ভাইরাস কর্নিয়া, রেটিনা বা চোখের অন্য কোন পার্টকেও আক্রান্ত করতে পারে। তখন দৃষ্টিতে সমস্যা হয়। তবে এটি অত্যন্ত কম ক্ষেত্রে হয়।
মানব দেহের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কে সহজ ভাষায় বিস্তারিত জানতে ইন্সট্রাক্টরি হতে আমার এ কোর্সটি কিনতে পারেন। ২৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ৪৬০০ টাকার এ কোর্সটি কিনতে পারবেন মাত্র ৩৪৫ টাকায়- https://instructory.net/courses/human-physiology-mastercourse-for-all
উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৩ এর পর ইন্সট্রাকটরি হতে যেকোনো নতুন ক্রয়কৃত কোর্সের মেয়াদ হবে একবছর। ১৫ জানুয়ারির আগে কেনা যেকোনো কোর্সের মেয়াদ থাকবে লাইফটাইম।
Alert message goes here